সর্বোত্তম অপরাজিতায় মুগ্ধ-দগ্ধ নীল মগজ জিজ্ঞেস করে নিজেকে,
যদি- "এসিড+ক্ষার=লবণ+পানি" হয়ে থাকে।
তবে-
"দূরত্ব+অস্থিরতা=কবিতা+ভালোবাসা"- কেন নয়?

ভেঙে যাওয়া মানে সুরিয়ালিস্টিক জীবন পাওয়া।
কাফকা'র ঠোঁটে বসে বিধ্বস্ত চড়ুইয়ের ঝাঁক।
কাফকা বলে, আমার সকল কথাই অর্ধসত্য-অর্ধমিথ্যা।

ইথারে কাঁচপোকা চলে,
মায়ান কুকুলকানের সমাধিতে সূর্যমুখীর সুখী সুখী মুখ।
উপসংহারে আসি আমরা-
নিজেদের অস্তিত্ব, বুঝি। তবে, বুঝি না।

হে জন্মসত্য, হে কাফকার পারসিমিন চুল,
তোমাকে কিংবা অন্ধকার না দেখলে আমার অন্ধত্ব বোধ হয়।
এই সত্য জেনে জরাথ্রুস্টের প্রথম জন্মের স্বপ্নে জাগে অবিরাম প্রজাপতি-ফুল।
আর, কাফকার ঠোঁটের প্রথম প্রত্যাবর্তন ঘটে
আমাদের এই অর্বাচীন বিধ্বংসী বর্তমানের উপদ্রুত অসহায় কোলে।

একটি দার্শনিক উপপাদ্যের জন্ম ঘটে-
"যে পায়, সে পায় না।"
------------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।