কবিতা মন্ত্রণালয়ের মন্ত্রী বলছি শোনো-
আজ থেকে যারা যারা দিনে অন্তত একটি কবিতা লিখবে
তাদের জন্য বাড়িভাড়া মাফ,
পানিভাড়া মাফ, গাড়িভাড়া মাফ।
.
মাস শেষ?
বাড়িওয়ালা এসে বলবে
'আমার কবিতা কোথায়?'
তুমি ডায়রী থেকে গুনে গুনে ত্রিশটি কবিতা দিয়ে দিবে।
.
'এই মিয়া ভাড়া দ্যান' শুনে
তুমি মানিব্যাগে হাত দিয়ে
ভোররাতে লিখা কবিতার পাতা বের করে দিবে।
কনট্রাক্টর একগাল হাসি দিয়ে কবিতাটা আবৃত্তি করে
ভাড়া না নিয়ে চলে যাবে...
.
পতিতারা সঙ্গম শেষে করুণ চোখে বলবে,
'কবিতা দ্যান, আমার বাচ্চারা না খেয়ে আছে...
.
আর যারা যারা প্রচন্ড ক্ষুধায় নিজের ঠোঁট কামড়ে খেয়ে ফেলতে চাইছে
তাদের জন্য সুখবর।
আজ থেকে চালু হলো কবিখা
কবিতার বিনিময়ে খাদ্য।
রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে খাদ্যভর্তি ট্রাক
তুমি শুধু কবিতাটা নিয়ে গিয়ে তুলে দেবে তাদের হাতে
সাথে সাথে খাবারের ঝুলি এসে ভরে যাবে কোল...
চাল, ডাল, তেল, নুন, পটলের ঝোল!
-
খুনী তুমি? খুন করেছ?
কবিতা লিখো প্রতিদিন একটি করে।
সাত বছর ধরে কবিতা লিখে যাবে
প্রতিদিন একটি করে।
জেলার এসে প্রতিদিন নিয়ে যাবে কবিতা
সাতটি বছর পরে,
সাত খুন মাফ...
আমি জানি যে সাত বছর ধরে কবিতা লিখবে
সে কখনো আর কাউকে খুন করতে পারবে না...