লক্ষ ঠোঁটের অভিধান খুলে বসি
কোথায় আমার নিজস্ব নীল ঠোঁট?
কোন সে নারী কোথায় লুকিয়ে আছে
লেলিয়ে দিয়েছে মনোরম সন্ত্রাস।


অভিযানী হাত খুঁজে দেহ-হিমালয়
লাউয়ের মতো অতিপ্রচলিত গা
তবুও যেন ভিন্ন কিছুতে ঠেকে
অভিযাত্রিক অতিপ্রাকৃত পা।


বসে আছি একা ট্রেনটি আসবে ফিরে
ষোলো শতকের মুছে যাওয়া নীল ট্রেন
ফুল-পাখি নিয়ে প্রস্তুত আছি আমি
হারিয়ে যাবো ব্যভিচারী ব্যাবিলনে।


স্পর্শে না থাকা মহা ভুল মহা পাপ
তাই তো চলেছি নিষিদ্ধ রেলপথে
কোথায় যেন দেখেছি এ নীল ট্রেন
অবিকল অবিচলে আছে থেমে।


এক ফোঁটা নীল ভেসে আসে দূর থেকে
তরল, কঠিন, বায়বীয় কিছু নয়
সর্বকালের সর্বনীলের ছোঁয়া
ঐ নীলে সব মেখে আছে মনোরম!
==================
সাদমান সাকিল,
সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।
www.facebook.com/sadmansakil