কেউ কি আছো আমার সাথে ঘুরতে যাবার?
নদীর পাড়ের নরম রোদে একটু ভ্রমণ।
কেউ কি আছো আমার পাশে দাড়িয়ে থাকার?
আকাশটাকে আপন ভেবে তাকিয়ে থাকা।
.
কোথায় তুমি? কোথায় আমার শান্ত কুটির
কোথায় তুমি? কোথায় আমার কাব্য খাতা
কেউ কি আছো মনের মতো একটু হাসার
খাদবিহীন এক উজ্জ্বলতা জ্বলজ্বলে চোখ।
.
কোথায় তুমি? কোথায় আমার ধূসর গিটার
কোথায় তুমি? কোথায় আমার নির্জন আবাস
কেউ কি আছো নীল টিপের এক লক্ষ্মী নারী
হাতদুটো দুই নীলাচে হাসের ধবল গলা।
.
কোথায় তুমি? কোথায় আমার তালের পাখা
কোথায় তুমি? কোথায় আমার লেখার টেবিল
কেউ কি আছো? আমার মুখে গল্প শোনার
পার্কে বসে অতীত নিয়ে একটু খেলা।
.
কোথায় তুমি? কোথায় আমার শীতের রাতি
কোথায় তুমি? কোথায় আমার তামাক সেবন
কেউ কি আছো? সামনে আমার বসে থাকার
গ্রামের পথে টঙের দোকান ময়লাটে চা।
.
কোথায় তুমি? কোথায় আমার জন্ম তারিখ
কোথায় তুমি? কোথায় আমার স্মৃতির ধূলি
কেউ কি আছো? খুব একাকী আমার মতো?
জন্ম থেকে কষ্টগাছের রুক্ষ মাটি।
.
কেউ কি আছো? দেখলে যাকে কান্না আসে
কেউ কি আছো? আমার মতো বিক্ষত খুব
কেউ কি আছো?