হে স্লাভিক সিরিন,
তোমার অস্তিত্ব-
তোমার ঠান্ডা নরম গ্লিসারিন-চোখ
আমার ক্লান্তি বাড়ি দেয়।
উটের লোহিত রক্তকণিকার নিউক্লিয়াসে
শ্রোডিঙ্গারের নির্লিপ্ত অনিশ্চয়তা।
এই পরিস্থিতিতে,
সবাই পুলিশ-র্যাব-জর্জ-ব্যারিস্টার হলে
ঝিঁঝিঁপোকার ডাক কারা শুনবে?
পৃথিবীতে সকল প্রোটোপ্লাজমে
দুর্বিষহ অস্তিত্বের ক্লেদ লেগে আছে।
তবুও, এই প্লোটোপ্লাজমে গড়া মানুষ-
পশু-পাখি-কাকাতুয়া-সাপ
সুখী হয়। এই সুখ কতটা সুখ?
হে ওগদোয়াদ, চলো,
ঘুরতে যাই, অবচেতনপাড়ায়-
সবাই একসাথে, আলাদা হয়ে।
------------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।