"কে রে সে- কে রে? বৌদ্ধ ভিক্ষু?
দা এর কোপে দাও না কেন মাথা দু'ভাগ করে?"


"বলো খানিক- কি দোষ তাহার? কি করেছে কি?
কারণ শুনে তবেই না হয় দা'এর কোপটি দিই?"


"বৌদ্ধ সে যে। বৌদ্ধরা সব বার্মাদেশে যাচ্ছে মুমিন মেরে
নিচ্ছে তারা মুসলমানের জায়গা-জমিন কেড়ে।
নির্বিচারে শত শিশু মরছে তাদের হাতে,
রাখাইন পাড়ায় আগুন লাগাও- নিশিথ- আধাঁর-রাতে।"


"বাংলাদেশের রাখাইন পাড়ায়? কি দোষ তাদের কি?"


"বুদ্ধু ছেলে! বৌদ্ধ তারা- তা জানো না নাকি?"


"বাংলাদেশের বৌদ্ধ যারা- কি হে তাদের দোষ?
মারছে না কো মানুষ তারা। তবুও কেন রোষ?
দেখছি না কো ছাই দিতে তো মোদের বাড়া ভাতে,
শুনছি না তো আগুন লাগায় অন্ধ-কালো-রাতে।
দিচ্ছে না তো আঘাত তারা মুসলমানের জানে,
বিদ্ধ কেন করব তাদের হিংসা-মাখা-বাণে?
ভীনদেশীদের কর্মপাপের দোষ কি রাখাইনপাড়ার?
দোষ না হলে কি অধিকার শান্তি তাদের কাড়ার?
হিন্দু-মুমিন-খ্রিষ্ট-রাখাইন বাংলা-ফুলের পাপড়ি,
দেখবো যেথায়, নিব সেথায়- বুকের মাঝে জাপড়ি।
গড়ে তোল মানবসকল হাতে রেখে হাত,
মানবতার বিরুদ্ধতার পোক্ত প্রতিবাদ!"