একসময় রাতটা জেগে জেগে হয়ে যাবে ক্লান্ত,
একসময় রাতটা ক্লান্তিকর দেহ নিয়ে নিজেই পড়বে ঘুমিয়ে-
প্রকৃতি কোমল হস্তে রবি-লন্ঠন উঁচিয়ে ধরে থাকবে নীরবে,
রবির আলোক চোখে পড়তেই দিনটি শালিক পাখির মত করে জেগে উঠবে;
ধীরে ধীরে, ধীরে ধীরে।
চোখ মেলেই দিনটি দেখবে একটি বালিকা তার দিকে চেয়ে আছে-
হাতে খালি কলসি, পায়ে সেগুন-পত্র-আলতা, মুখে এক চিলতে হাসি নিয়ে।
দিনের আলোকসভায় মেয়েটি দেখতে পাবে একটি নীলাভ লাশ ধুতুরাফুল হাতে
মুখ গোমরা করে শুয়ে আছে,
সে শুয়েই আছে চিরকালের মত-
মেয়েটির মনের সারেং চলে গেছে,
চলে গেছে বহু দূরে, চলে গেছে।
দিনটা ঘুম থেকে উঠে হাসির মুখে কান্না দেখতে পেল,
দেখতে পেল ঝর্ণা-চুয়া পানির মত কিছু চোখের জল।
কেউ একজন বলে উঠে, "তুমি অন্যকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে গেছ, হারিয়ে গেছ...