আমাদের সময়ে আমরা বাড়ির বাহিরের বারান্দায়-
শীতলপাটির উপরে পা-বিছিয়ে দিয়ে বসতাম।
হাতের ডানপাশে সপ্নের রঙগুলিকে কৌটোয় পুরে রাখতাম। আর-
আমার পুরো চারপাশ জুড়ে বাস্তবতার অসংখ্য রঙ তো আছেই।
.
আমি চিন্তার তুলি দিয়ে সপ্নকৌটার রঙগুলো তুলে
আমার কাব্য-ক্যানভাসে ছবি আঁকতাম।
মাঝে মাঝে বাস্তবতার রঙ মিশিয়ে,
আমার কবিতাচিত্রটিকে কালজয়ী করে তুলতাম!
.
সম্পাদনার চিন্তাজলে ধৌত কবিতাচিত্রের চারপাশ বাঁধিয়ে
তা- একদিন বিখ্যাত এক গ্যালারিতে নিয়ে যাওয়া হল।
তারপর তা গ্যালারির দেয়ালে টাঙানোও হল।
বিশ্বাস করুন,
চিত্রটি আমি আর আমার প্রিয় মানুষটি ছাড়া
আর কেউ দেখতে পায়নি, কেউই না...
-----------------------
সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা।
সাহিত্য সম্পাদক, গ্লোবালপোস্ট২৪ডটকম।