পলক তুলে একটা ঝলক তাকিয়েছিল সে,
খুশির তোড়ে মনটা নাচে আমায় পায় আর কে?
মেয়েটা আমার স্বপ্নপরী, স্বপ্ন দেশের রাণী
কে বলছে 'অন্য কারো' তাহার রাজা আমি!
.
যখন সে যে কথা বলে বিস্ময়ে ভূত আমি,
তাহার কথার মাঝে খানিক হাসি অমূল্য-খুব দামী।
তার হাসিতে বুকের বায়ে হঠাত ব্যথা উঠে,
তার কান্নায় মন ভেঙে যায় জল আসে চোখ ফেটে।
.
আমি ভুল মানুষের ভুল চিন্তায় ভুল সময়ে ডুবি,
তাহার নগ্ন দেহ আমায় দেখায় ফুল-ফানুসের ছবি!
------------------------------
সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা।
সাহিত্য সম্পাদক, গ্লোবালপোস্ট২৪ডটকম।