কথার পরের কথাগুলো বলে দাও আজ,
আমি শুনতে চাই। আমি অন্ধ আজিকে;
বলার মানুষ পাওনি এতদিন? কেমন কথা!
হাসার পরের হাসিটি আজ শুনবো
কেউ দেখেনি তোমার হাসি আজও?
আমিও দেখবো না, শুধু শুনবো।
হৃদয়ের পত্রকে কম্পনে কেঁদে উঠা
নীরব ইচ্ছেরা জেগে উঠে, উঠবে।
প্রবারণা পূর্ণীমার হলদে আলোকেও
দেখতে পাই না তোমার চাঁদমুখখানি।
হিংস্র শকুনস্মৃতি ঠোকর দেয় হৃদয়কুসুমে
একটি, আরেকটি, আরেকটি, অনেকগুলো
শকুনি ঠোকরে আম্লিক হৃদয়ে বাজে কান্না
যাতনা যত পেয়েছি, তত সুখ আমি চাই না
আমাকে কেউ এসে দুঃখের সাগরে ভাসিয়ে দিক
যাতনাই আমার পরম প্রেমিকা,মানুষ হওয়ার সঙ্গি!
--------------
সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা।
সাহিত্য সম্পাদক, গ্লোবালপোস্ট২৪ডটকম।