কবিতার ধূসর পান্ডুলিপি পুড়তে পুড়তে আমি ক্লান্ত
আমি দেখি- আমার জলন্ত, পুড়ন্ত কাব্যমালা-কাব্যগাঁথা।
সে এক অচেনা-অবাস্তব-অর্বাচীন অনুভূতি।
কবিতার প্রতি গড়ে উঠা তিল তিল ভালবাসা-
আমাকে কাঁদায়, আমাকে হাসায়, কবিতা লিখিয়ে নেয়।
আমি একখানা কমদামী বলপেন-
এবং নিউজপ্রিন্টের একখানা ধূসর কাগজ হাতে পেলেই-
কবিতা লিখা শুরু করি।
যার শেষ নেই, যার কোন সমাপন নেই
কবিতারা অসমাপ্ত-অসীম।
কবিতা লিখা শেষ হলে-
শেষের পরও আরো অবশেষ থেকে যায়...


© সাদমান সাকিল, মাস্টারদা' সূর্যসেন
হল, ঢাকা বিশ্ববিদ্যালয়