হতাশার বুকেও হতাশা জাগে-
রাগেরাও মাঝে মাঝে অকারণে রাগে-
মৃত্যুরাও মাঝে মাঝে মরে যেতে চায়-
ফুলেরাও পাখি হয়ে উড়ে বেড়ায়।
গানের কন্ঠে মাঝে মাঝে গান জেগে উঠে-
গতিও মাঝে মাঝে অজানাতে ছোটে-
কবিতাও মাঝে মাঝে কবিতা বানায়-
সপ্নরাও মাঝে মাঝে সপ্ন নামায়।
মশাদের মাঝে মাঝে ম্যালেরিয়া হয়;
চিন্তাদের মনও কত কথা কয়!
সৈকতও মাঝে মাঝে ভ্রমনে যায়,
খাবারও ডুবে থাকে খাবারের নেশায়।
ফাঁসির দড়িও মাঝে মাঝে ফাঁসি খায়-
একদিন বিচারকের দাঁড়াতে হয় কাঠগড়ায়।


© সাদমান সাকিল, মাস্টারদা' সূর্যসেন
হল, ঢাকা বিশ্ববিদ্যালয়