অচেনা পুরুষের নখের আঁচড় লাগানো বুক-
ঐ বুকের নিচে একটি হৃদপিন্ড আছে।
আমাকে ভালবাসে সে-
তোমাকে ভালবাসে সে-
নিজেকে ভালবাসে সে।
আমি প্রচণ্ড বিশ্বাসের মোহে পড়ে
তোমাকে করেছিলাম মুক্ত-স্বাধীন।
তুমি থাক নি আমার পাশে পাশে-
উড়ে চলে গেলে দূরে।
যেখানে আছে পাখিখেকো দানব-
নারীখেকো মানব।
যেখানে আছে বিষাক্ত অচেনা আঁচড়।
তোমার হৃদপিন্ড তোমাকে বিশ্বাস করেছিল।
আমিও তোমাকে বিশ্বাস করেছিলাম-
তুমি কথা রাখ নি, বিশ্বাস রাখ নি।
একজনকে দান করা মন হাজার জনকে করেছ বিক্রি।
লজ্জা লজ্জা লজ্জা, চরম লজ্জা
আমি এখন নতুন পাখিদের অপেক্ষায়...


© সাদমান সাকিল,
মাস্টারদা' সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়