সফেন সপ্নের বুকে পাজী কাকাতুয়া-
সফেদ নীলিমার বুকে লাল লাল আলো-
সকালের বুকে চোখ বুঁজে থাকি,
আমি, আমরা- তুমি, তোমরা।
আমি ফুল- তুমি ভোমরা।
আমি রক্ত দিয়ে সন্ধার বুকে লাল প্রদীপ জ্বালাই,
আমি কবিতা লিখে কান্না থামাই,
আমি কবিতা লিখে আগুন জ্বালাই,
অন্যের হৃদয় আগুনে পুড়াই,
নিজেও পুড়ি, ফুঁ দিয়ে আগুন নিভাই।
ফুঁ ফুঁ ফুঁ -
তুমি ব্রহ্মপুত্রের পাড়ের উদাসি,
তুমি যমুনার পাড়ের ক্রন্দনশ্বাস,
তুমি পদ্মার পাড়ের বিরহী হৃদয়,
তুমি করতোয়ার পাড়ের অপেক্ষা-
তুমি অবশেষে বঙ্গোপসাগরের প্রান্তদেশে উল্লসিত মিলন...


© সাদমান সাকিল,
মাস্টারদা' সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
(সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা)