আমি যখন কবিতা লিখি তখন-
হারানো দিনগুলো ফিরে আসে-
ফিরে আসে বিকেলের সেই রৌদ্দুর,
ফিরে আসে সেই সবুজের ক্ষেত,
ফিরে আসে সেই কল-কাকলী মাখা পাহাড়ের বাঁক,
ফিরে আসে সেই মায়াবী মেয়েটি।


আমি যখন কবিতা লিখি তখন-
রবি-ঠাকুর ঘুরে আসে মোর মস্তিস্ক থেকে,
নজরুল ছুটে চলে বাম সেরিব্রাল থেকে ডান সেরিব্রালে,
সুকান্ত তার বিদ্রোহী কণ্ঠকে ডেকে তুলে মোর চিন্তার নীরব সব গুহা থেকে সহসা।


আমি যখন কবিতা লিখি তখন-
জিঁজিঁপোকা ডেকে উঠে মনের অন্ধকার উঠোনে,
ভাপা পিঠা ধোঁয়াময় সুগন্ধ ছড়ায় পৃথিবী-বুকে,
রাত এসে চুমু খায় সময়ের গালে।


আমি যখন কবিতা লিখি আমি চলে যাই নানুবাড়ি,
সেখানে সাদা সাদা বকেরা মাছের বুকেতে ঠোকর মারে,
সেখানে আমার হৃদয়খানি ঠোকর খায় কোন এক মেয়ের কাছে।
আমি যখন কবিতা লিখি তখন আমি শব্দের ফুল দিয়ে মালা গেঁথে যাই,
আমি সেই মালাখানি পড়িয়ে দিই প্রিয়ার গলায়...


© সাদমান সাকিল, মাস্টারদা' সূর্যসেন
হল, ঢাকা বিশ্ববিদ্যালয়