বরাবরে সৃষ্টিকর্তা,
একখানা পৃথিবীর আবেদন যেখানে শুধু একটিই মেয়ে থাকবে।
সেই মেয়েটি হবে স্বর্গীয় রমনী।
বরাবরে সৃষ্টিকর্তা,
মেয়েটি ঝগড়া কি জিনিস বুঝতে না শিখুক।
অথবা হে স্রষ্টা তুমি-
নিজের হাতেই সন্দেহপ্রবণতা নামের কাপুরুষ দানবটাকে মেরে ফেলো।
এই পৃথিবীতে শুধু আমি থাকব,
আর শুধু থাকবে সে।
সে মানে শুধুই সে।
থাকবে না আর কোনো নারী,
থাকবে না মদ,
থাকবে না হতাশা,
থাকবে না কবিতার খাতা ছিঁড়ে ফেলার নিষ্ঠুর বেদনা।
আমি জানি নিজের সন্তানদের নিজ হাতে মেরে ফেলার বেদনা কতটুকু!
বরাবরে সৃষ্টিকর্তা,
আমার পৃথিবীতে যেন অমাবস্যা না থাকে।
রাতের সোডিয়াম লাইট যেমন আজীবন আলো দেয় রাজপথে,
ঠিক সেভাবে তুমি-
চাঁদটিকে আকাশের বুকে চির-স্থির করে দিও।
বরাবরে সৃষ্টিকর্তা,
আমি ছোটকাল থেকে পড়ে এসেছি,
জেনে এসেছি, বুঝে এসেছি- তুমি সব কিছু পার,
আমি বিশ্বাসও করি।
তুমি আজ এক্ষুণি একখানা পৃথিবী বানিয়ে দাও,
যেখানে শুধু একটাই মেয়ে থাকবে,
একটা মানে একটাই।
--------------
সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা।
সাহিত্য সম্পাদক, গ্লোবালপোস্ট২৪ডটকম।