ভ্রান্ত-বিশ্বাসের বিকট বিস্ফোরণে সচকিত হয়ে উঠে পবিত্র রাত্রি,
লাল-সবুজের শান্ত পতাকায় ভেসে আসে ধর্মান্ধতার বিভৎস সাইক্লোন,
কোমল মানচিত্রের বুকে লেগে যায় সন্ত্রাসের পঙিল হুতাসন।
.
হলি আর্টিজান বেকারিতে-
মানবতার গলায় সহসা হেঁটে গেছে ভুল আদর্শের প্রাচীন তলোয়ার।
কিছু জাপানি, কিছু ইটালীয়, কিছু বাংলাদেশি, মোট কথা-
ওরা কিছু মানুষ(আমি আবার বলছি, ওরা মানুষ) বসে ছিল হলি আর্টিজানে...
.
ওরা আজ কেউ নেই,
ওরা সবাই অসীম সময়ের বিস্তৃত-বিছানায় ঘুমিয়ে গেছে।
ধর্মের কালো পোশাকে মোড়া কিছু বিভ্রান্ত পশু(ওরা মানুষ নয়)-
সেদিন হামলে পড়েছিল মানবতার বুকে।
গভীর রাতে মানবতা নির্দয় পশুর হাতে জিম্মি হয়ে উচ্চস্বরে কেঁদে উঠেছিল।
সেই কান্নার ধ্বনি বঙ্গোপসাগর ছাড়িয়ে পৌছে গেছে বিশ্ব-সমাজে, বিশ্ব-সমুদ্রে...
.
পাশের মসজিদগুলোয় চলছিল তারাবীর সালাত,
ওরা, অস্ত্রধারী জন্তুরা-
ঐ সময়েই তারাবীর সালাতের দিকে থুতু ছিটিয়ে,
রমজানের পবিত্রতায় মূত্র-বিসর্জন করে-
মানবতার গলায় তলোয়ার ধরে।
.
মানুষের জন্যই ধর্ম, জন্তুর জন্য নয়!
মানবতার জন্যই ধর্ম, জন্তুর জন্য নয়!
শান্তির জন্যই ধর্ম, জন্তুর জন্য নয়!
.
হলি আর্টিজান বেকারী-
মেঝে, টেবিল, বেঞ্চি, দরজার চৌকাট রঞ্জিত হয়েছে রক্তে!
এ যেন আরেক ২৫ শে মার্চ!
নিহতদের রক্তকণিকারা কাল রাত্রিরে আমার সপ্নে এসে ভীড় করেছিল।
ওরা আমাকে বলেছে-
ওদের শরীরে নাকি কে মুসলিম কে হিন্দু-
কে খ্রিষ্টান কে বৌদ্ধ তার কোনো কিছুই কোত্থাও লেখা নেই।
.
সমগ্র পৃথিবী আজ অন্ধকারের দিকে এগুচ্ছে।
যে ভুল বিশ্বাস মানবতার গলায় তলোয়ার লাগায়-
সেই বিশ্বাসের শিশ্ন কেটে ফেলা আজ অত্যন্ত জরুরী।
অতএব, শপথ নিন-
যেখানেই চোখে পড়বে ভুল-বিশ্বাস,
সেখানেই কেটে ফেলব তার বিষাক্ত শিশ্ন!
-----
৪/৭/২০১৬
-------
FB ID : https://www.facebook.com/sadmansakil