এমন হাসি কেন ওগো তোমার,
মনটা আমার মুচড়ে যায়।
এমন চোখ কেন ওগো তোমার,
আমার দৃষ্টিগুলি পুড়ছে হায়!
এমন কান্না কেন ওগো তোমার,
আমার দেখলে শুধুই কান্না পাই।
এমন কুন্তল কেন ওগো তোমার,
আমার স্মৃতিগুলো বুড়িয়ে যায়।
এমন বাচ্য কেন ওগো তোমার,
আমার জন্মখানি সাফল্য পায়।
এমন লজ্জা কেন ওগো তোমার,
আমার কম্পিত ঠোঁট লজ্জা পায়...


© সাদমান সাকিল,
মাস্টারদা' সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
(সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম
আলো বন্ধুসভা)