‘চলছে গাড়ি
দিচ্ছি আড়ি,
যাব না আর
তোমার বাড়ি।
দিচ্ছ কত
আঘাত শত,
চলছ তুমি
তোমার মত।
তোমার জ্বালায়
এই অবেলায়,
ভাসছি আমি
প্রেমের ভেলায়।
থামাও গাড়ি
যাব বাড়ি।
কালও আবার
দেব পাড়ি।
কালও এসো
ভালবেসো,
রাগ দেখে মোর
একটু হেসো।’


© সাদমান সাকিল,
মাস্টারদা সূর্যসেন হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়।
(সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা)