তোমাকেও নয় সত্যি বলছি তোমার হাসিকেই ভালোবাসি,
হাসি মুখ দেখে মনে জাগে সুখ অবিরাম রাশি রাশি।
কাছে থেকো না, কাছে রেখো না, ভুলে যাও যদি চাও
হাসি খুশি এক ফটোগ্রাফ তুমি মনে এঁকে রেখে যাও।
হাসি খুশি এক মিথ্যে চিত্র থাকে যদি মনঘরে,
জীবন্ত ঠোঁট আর চাই না, চুমব ভ্রান্ত অধরে।
অন্য হাতে হাত রাখতে যদি চাও- চলে যাও
মনের সাগরে ভেসে থাকবে হাসি মাখা এক নাও।
তোমার- হাসিগুলো সব হাসিই ছিল তো? সত্যি করে বলোতো।
নাকি- গোলাপী ঠোঁটে অপ্সরী এসে অপরূপ রূপে নাচতো?
তোমার- সরল-জটিল-বাঁকা-জোঁকা সব হাসিকেই ভালোবাসি
প্রার্থনা রবে স্রষ্ট্রার প্রতি তব হাসি হোক অবিনাশী।