দুপুরের পায়ে রেখেছি বেঁধে হলদে খামের চিঠি
নিদ্রার কাচ ভেঙেচুরে কাল গড়েছি কথার বাড়ি।
অনেক কথা লিখে রেখেছি খুলে দেখো অবসরে
পাবে খুঁজে দেখো বাস করে কে আমার মনের ঘরে!
চিঠির বুকেতে রয়েছে লুকিয়ে হৃদয়ের অক্ষর
চিঠির প্রেরক অদূর অতীতের স্বপ্নের জাদুকর।
খুঁজে পাবে দেখো কোনটি আমার অন্তিম ঠিকানা-
ভেবে দেখো তো কে হতে পারে অনন্ত ভাবনা?
আমার বাগের ফুলরাজি সব চায় কার স্পর্শ?
অপেক্ষায় কার জেগেছে দুচোখ অযুত-নিযুত বর্ষ?
কাকে ভেবে ভেবে ধ্রপদী কাব্য হয়ে গেল বলো লেখা?
কার চেহারার ছবি এসে হল প্রাণময় ছবি আঁকা?
কার কথা ভেবে জেগে উঠে মনে সুখময় বিস্ময়?
কার নামে আমি করেছি সকল দুর্জয়াবলি জয়?


ভাবছো হয়ত 'আমিই কি সে? কবির মানসী-ললনা?'
ভুল ভেবেছ! সেই রমণীটি আমার কাব্য-প্রেরণা!