ধরণীতে আছে এক
খরস্রোতা নদী,
স্বচ্ছ নীল জল তার
ঢেউ রাশি রাশি।


মাঝখানে জেগেছে দ্বীপ
জমে বালু রাশি,
আপন মনে আমি
বসে তাই দেখি।


দ্বীপে আছে ছোট ঘর
থাকি আমি একা
তুলির আঁচড়ে যেন
ছবিগুলি অাঁকা।


আকাশেতে মেঘ জমে
নীচে বহে নদী,
কলকল ধ্বনি আমি
শুনি নিরবধি।


নদীর মাঝখানে মোর
গৃহ খানি ভাসে,
চারপাশে পাথরে ঘেরা
দ্বীপখানি আছে।


একপাশে বট তার
অপর পাশে অশ্বথ,
দুয়ে মিলে কানাকানি
বলে অভিমত।


যখনই অাধার নামে
অস্ত যায় রবি,
শশীর কিরণে তখন
জল করে ঝিকিমিকি।


কেটে যায় রাত
কেটে যায় দিন,
এমনি যাচ্ছে সময়
হবো মহাকালে বিলীন।


তখন শুন্য ঘর
পড়ে রবে একা,
নিরবে বাধিবে সেথায়
লতাপাতার বাসা।


            ২০১৯ইং
            ছলিমপুর