আজকাল, আমার বড় ইচ্ছে করে,
ইচ্ছে করে, কন্ঠে তাহার গানটি যেন শুনি
ইচ্ছে করে, রঙিন ভেলায় চড়ি
ইচ্ছে করে, হাত দুখানা ধরি।
আরও আমার ইচ্ছে করে,
পাশে তাহার একটুখানি বসি
তার দুহাতে রঙিন নকশা আঁকি।
বাঁকা টিপটা সোজা করে রাখি
ইচ্ছে করে, গল্প লিখি। ইচ্ছে করে,
রাত দুপুরে কবিতাটা শুনাই যদি
ইচ্ছে করে, ছোট্র একটা চিঠি লিখি
ভালোবাসার শব্দমালায় পত্র ভরিয়ে রাখি
ইচ্ছে করে, রাতের আকাশ দেখি
দুহাত ভরে জোছনা ধরে আনি।
বৃষ্টিরাতে-
দুজন মিলে ভিজি
মিনিট দশেক যেতেই দেখি
আমার হলো কাঁশি,
তুমি দেখি দিব্যি আছো
সকাল বেলায়ও হাসি।
ইচ্ছে করে, পাশে বসে সূর্যাস্তটা দেখি
লালচে আভায় মুখটি তাহার-
যত্ন করে আগলে রাখি।
আজকাল আমার ইচ্ছে করে,
ইচ্ছে করে, হাতের ছোয়ায়
চুলগুলো তার স্পর্শ করি
ইচ্ছে করে, হৃদয় মাঝে,
বন্দি করে রাখি।