আমি প্রতিবাদী ছিলাম,
কিন্তু প্রতিবাদ করতে পারিনি।
আমি ভালোবাসার কাঙ্গাল ছিলাম
কিন্তু ভালোবাসা আমাকে প্রত্যাখ্যান করেছে।


আমি ভোরের বৃষ্টি দেখতে চেয়েছিলাম
কিন্তু, কুয়াশা আমার দৃষ্টি কেড়ে নিয়েছে।
আমি হিমালয়ের মতো উঁচুতে উঠতে চেয়েছিলাম,
ওরা আমাকে টেনে ধরে রেখেছে।


আমি জাতিকে পথ দেখাতে চেয়েছিলাম
কিন্তু জাতি আমার পথকেই ঘুরিয়ে দিয়েছে।
অতপর আমি চুপ হয়ে গিয়েছিলাম,
না প্রতিবাদ, না ভালোবাসা, এসবের কিছুই ছিলনা।