মন, আলোর ফাঁকে, বেড়ে ওঠা কখন,
স্বপ্নের খোঁজে পথ চেয়ে থাকা মন,
সময়ের পাতায় শেষ লেখা গল্প তখন,
আলোর নিশানায় শেষ কথা শুধুই মন।
নকশি কাঁথার মিঠে রোদ্দুর যখন,
স্কুলের বিকালে অপেক্ষায় থাকা জীবন।
নিয়মের খেলায় নিয়ম ভাঙ্গা সাহসী মন,
নিষেধের বেড়াজালে তার ছোট্ট প্রতিসরণ।
প্রশ্নের আড়ালে উত্তর খোঁজেনি মন,
রাতের মিনারে স্বপ্নে ভেজা একটা মন,
খোলা আকাশে বৃষ্টির নেশা তখন,
অবহেলায় কুড়ে খাওয়া ছোট্ট জীবন,
বিকেলের রাঙা রোদে ছোট্ট ধূলির ক্ষণ।
স্বপ্নের কুয়াশায় ফিকে হয়ে গেছে মন,
তবুও ভালো লাগার, ভালবাসার এই মন,
দুঃখের ক্যানভাস ভুলে গিয়েছে কখন।