ছোট্ট পেনসিল আর খাতার ভিড়ে, জুতোর ফিতেয় আটকা পড়া পথ,
ছোট্টবেলার ছোট্ট ছোট্ট স্বপ্ন আর পাখনা মেলা ছোট্ট হাসির রথ,
সুখের কান্না, দুখের হাসি, কতো হাজার হাজার গল্প,
আজ মিথ্যে ভরা জীবনটাতে সত্যিগুলোই রয়ে গেছে অল্প।
কাজের ভীড়ে বয়সটা আজ ফ্লাওয়ার ভাসের শুকনো গোলাপ ফুল,
জানিনা সেই ছোট্ট জীবনে কোথায় ছিল ছোট্ট থাকার ভুল।
আজও খুঁজি রং-পেন্সিল, ড্রয়িং খাতার সুখ,
সাত রঙ হারিয়ে গেছে, পড়ে আছে আজ শুকনো কিছু মুখ।
মোবাইলের জটিল শব্দ মুখের মাঝে ফোটায় না আজ হাসি,
হঠাৎ পথে দেখা হলে কথার মাঝে শুধুই 'আজ আসি'।
মাঠের কোনে ছোট্ট দোলনা, হয়তো কিছু বলতে চায় আজ,
চেক, ড্রাফট আর ফাইল নিয়ে আমার এখন শিডিউল করা কাজ।
সেদিন ছিল আকাশ ভরা তারারা মিটমিটে,
আজ জানলা খুলে দেখি হঠাৎ আকাশটাই গেছে ঘেঁটে!
তাদের দেখি স্কুলের ভীড়ে, যারা আজ ছোট্ট হয়ে আছে,
বলি, 'তোরা ছোটই থাকিস' বড় হওয়াটাই বাজে।
আমিও হব তদের মতই হাওয়ায় ফুরফুরে,
আমার ছোট্টবেলা, তোর কাছে আমি আবার আসব ফিরে...