উদাসিনী মন ফাগুনের হাওয়ায়
জ্বলে ওঠে আগুন স্মৃতির পাতায়।
গাছে গাছে দেখো কত ফুটেছে ফুল
ছাতিমের ঘ্রাণে মন করে ব্যাকুল।


থামাবে কে বলো আর কুকিলের গান
ভেঙ্গে গেছে প্রজাপতির মিছে অভিমান।
পাখিদের কলরব নদীদের কলতান
মনে করে দেয় যেনো প্রিয় কারো নাম।


থাকে যদি প্রিয় কেউ দিও তারে ফুল
বসন্ত এসেছে মুঝে  দিতে সব ভুল।।