সঙ্গে শত চামুন্ডা আসিতেছে নেতা
বন্ধ করিয়া রাস্তাখান,
নেতা তো নয় যেনো আসিছে মাস্তান ।


মঞ্চে ছড়ে কসম করে হাজারো প্রতিশ্রুতি দিলে
ওরে মিথ্যুক, গদি পেয়ে সব গেছো ভুলে।


চরিত্রহীন মিথ্যুক ঠগ তারাই আজ নেতা, সেজেছে জনগনের সেবক,
কে তোদের সেবক বলে আমি কই তোদের আহাম্মক।


জনগনকে শোষন করা ইহা কী সেবকের কাজ,
রাজা কি হওয়া যায় পরিলে রাজার সাজ।


তুমি যে নেতারে আল্লাহ মানো গাও তার জয়োগান,
সেই নেতা তোর করে চুরি  গরিব দুখির ত্রাণ।


তুঁই যতই কর চামচামি ভাই প্রয়োজন শেষে নেতার ,
চামচামি করেও পার পাবি না পাইবি তিরস্কার।


তুঁই তেলা মাথায় তেল ঢেলে যে অর্থ করিস কামাই,
সেই তেল যে একদিন ফুরিয়ে যাবে পুড়ে সলতে হবে ছাই।


তোর নেতার গায়ের গন্ধে নাক টেকে না মুখে মিথ্যা কথার গন্ধ,
সেই নেতারে কেমনে বলিস ফুলের মত পবিত্র।


যে নেতা শেখায় তোদের দেশ প্রেম, দেশ প্রেম আছে কি সে নেতার,
দেশ প্রেমিক হয়ে রে কেউ কি দেশের টাকা বিদেশ করে পাচার,


বন্ধু গাহিলে চোরদের গান-
চুরির ভাগ পাইবে তবে বাঁচিবে গদ্দান।


ছোট নেতা বড় নেতা হাফ নেতা পাতি নেতা সব নেতা চোর,
দেশের সম্পদ লুট করে দেখায় গায়ের জোর।


জোট চোর ভোট চোর ত্রাণ চোর এইতো আমাদের নেতা,
চোর সমৃদ্ধ দেশ আমাদের তাই অর্থনীতিতে ভাটা।।