আমার বড় ইচ্ছে করে পাখির মত
উড়তে,
সাদা মেঘের বুক চিরে ভাই নীল আকাশে
উঠতে ।
কলমি শাকের পাতার মত সবুজ রঙে
সাজতে,
আমার বড়ই ইচ্ছে করে শৈশব ফিরে
পেতে।
কে আছ ভাই আমার সাথে যাবে
ছেলে বেলা,
বিলের জলে কাটব সাঁতার খেলব পুতুল
খেলা।
মাছ ধরার ঐ আনন্দটা পাইতে আবার
ফিরে,
আমার সাথে চলো রে ভাই শৈশবে যাই
ফিরে।
মায়ের আঁচল টেনে রে ভাই ধরবো আবার
বায়না,
দাওনা মাগো দুই টাকা ,আইসক্রিম খাবো
কিইন্যা ।
ধরবো আরো মিছে বায়না শর্ত দেবো
ছুড়ে,
নতুন জামা না পেলে কাল যাবো না আর
স্কুলে ।
বাঁধনহারা মনে আমার কতই ইচ্ছে
জাগে,
রঙিন সপ্নে বুকটা আমার নতুন আশা
বাধে।
অনেক রকম ইচ্ছে আমার হরেক রকম
সাধ,
সময় পেলে বলব আরো আজকে তবে
থাক। ।।।