ডাক দিয়ে যে দূরে রয়,
জিঙাসিলে মিছে কয়
জানো কি সে কোন জনা,
যার কথা শুনে প্রাণ জুড়ে,
বুকের মাঝে কেমন করে
সে যে আমার প্রিয়তমা।।


অপলকে দেখে যার ফুলের মত মুখ,
উচলি ওঠে দরদ বুকে মায়াতে দেই ডু্ব।
ডাক দিয়ে যে হাত ইশারায়,
কাছে গেলে মুখ ফিরে নেয়
জানো কি সে কোন জনা।
ধরতে গেলে পালিয়ে যায়
  দূরে গিয়ে আবার ডাকায়
সে জে আমার প্রিয়তমা।


বিজন পথে কুজন মনে প্রেম সাগরে নেয়ে
ফেনায়ে তুলে ভালবাসা করুণ চোখে চেয়ে
মেঘ কালো যার মাথার চুল
খোপায় বাধে গোলাফ ফুল
জানো কি সে কোন জনা
ঠোট দুটো যার তরমুজ ফালি
গাল দুটো ঠিক কুমড়ো জালি
সে যে আমার প্রিয়তমা