এই ধূলির ধরায় ধূলি কণায়
রক্ত শিরায় শিরায়
যার প্রেম বিরহের রক্ত বহে
প্রতি ফোটায় ফোটায়।


সে যে আমার প্রিয় নবী
মোহাম্মদ রাসুল
সে যে আমার মাথার মুকুট
মোহাম্মদ রাসুল।


রাখতো যেজন পথের মাঝে
বড়ই কাটা দিয়ে
সেই দুশমনের সেবা করতেন নবী
আপন হস্তদ্বয়ে।


যার উদারতার প্রেমে তার
মন হলো মশগুল
সে যে আমার প্রিয় নবী
মোহাম্মদ রাসুল।


অত্যাচারের শোধ নেননি তিনি
ক্ষমতার বলে
দুশমনরা সব থাকতো নিরাপদ
তাহার ছাঁয়া তলে।


তিনি মানবতার মহা মানব
নেইকো তাহার তুল
সে যে আমার প্রিয় নবী
মোহাম্মদ রাসুল।।


সৃষ্টি কুলের সবার তরে
তিনি রহমত
দেখছো যা শস্য শ্যামল তাহার
নামের বরকত।


যাহার জামার খোশবু ছড়ায়
সব বাগিচার ফুল।


সে যে আমার প্রিয় নবী
মোহাম্মদ রাসুল।
সে যে আমার মাথার মুকুট
মোহাম্মদ রাসুল।।