দাম্পত্য জীবনের রঙিন ছবিতে সময়ের সাথে সাথে অজান্তেই লেগে যেতে পারে বিবর্ণতার ছাপ। সম্পর্কের শুরুতে যে ঘনিষ্ঠতা, স্নেহ আর হাসি-তামাশা একে অন্যকে ঘিরে থাকত, সময়ের ব্যবধানে তা যেন হারিয়ে যেতে থাকে নীরবে। এই কবিতাটিতে সেই অভিমানী স্ত্রীর হৃদয়ের কথা উঠে এসেছে, যে তার স্বামীর বদলে যাওয়া আচরণে কষ্ট পাচ্ছেন। এক সময়ের আপন মানুষটি এখন যেন দুরত্ব তৈরি করছে, যা তাকে দুঃখ আর নিঃসঙ্গতায় আচ্ছন্ন করে তুলছে। কবিতাটি সংসার জীবনের এক সাধারণ অথচ গভীর বাস্তবতাকে স্পর্শ করে, যা অনেকের হৃদয়ে অনুরণন তুলবে।
স্বামীর ঘর ৩
স্বামী আমার আগের মত
কয় না কথা আর,
আগের মত হাসি তামাশায়
ভরে না আর ঘর।
দিনে দিনে স্বামী আমার
হচ্ছে জানি কেমন,
ধীরে ধীরে বদলে যাচ্ছে
কথা বার্তার ধরণ।
আগে আমার কাজে করত
সে অনেক সাহায্য,
এখন নাকি আমি তার
বড়ই অসহ্য।।