এই কবিতায় একটি নারীর জীবনের অতৃপ্ত ইচ্ছা, ছেঁড়া স্বপ্ন এবং বাস্তবতার নির্মম সংঘর্ষ উঠে এসেছে। বিয়ের আগের সামাজিক বিধি-নিষেধ আর বিয়ের পরের অপূর্ণ প্রতিশ্রুতি—সব মিলিয়ে এক অব্যক্ত বেদনার ছবি আঁকা হয়েছে। এটি শুধুই একজন নারীর নয়, অনেক নারীর দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি।
স্বামীর ঘর ৪
কোথাও যদি ঘুরতে চাইতাম
বলতো আমার মা।
বিয়ের আগে দূরে কোথাও
বেড়ানো ঠিক না।
বিয়ের পরে স্বামীর সাথে
ঘুরবে মনের সুখে,
অনেক কিছুই দেখবে তখন
এইনা ধরার বুকে।
অনেক স্বপ্ন চোখে নিয়ে
আসলাম স্বামীর ঘর,
স্বপ্ন আমার স্বপ্নই রইলো
আশায় বালি চর।।