এই কবিতায় এক স্ত্রীর অভিজ্ঞতা থেকে উঠে এসেছে বাস্তব জীবনের গভীর উপলব্ধি। বাইরে থেকে সবাই যখন স্বামীকে “ভালো মানুষ” বলে, তখন সেই নারীর চোখেই ধরা পড়ে তার আসল রূপ। স্ত্রীর জীবনে স্বামী যেমন ভালোবাসার আশ্রয়, তেমনই আচরণে কষ্টের কারণও হতে পারে। এই কবিতায় আমি কন্ঠ মিলাতে চেস্টা করেছি অসংখ্য নারীর নীরব বাস্তবতার কণ্ঠস্বর এর সাথে।
স্বামীর ঘর ৬
সবাই বলে স্বামী আমার
ভালো মানুষ খুব,
মাঝে মাঝে দেখতে পাই
তাহার আসল রুপ।
কথা,কাজে,আচরণে আমি
ভুল করি যখন,
কত ভালো স্বামী আমার
দেখতে পাই তখন।
কোন পুরুষটা কেমন মানুষ
জানে শুধু বউ,
বউ এর চেয়ে ভালো মতো
জানে না আর কেউ।