নাইবা আমায় বাসলে ভালো থাকলে দূরে সখি,
তুমি কি চাও তব নামটি ধরে বারে বারে ডাকি।
সাগর সেচেঁ মুক্তা এনে দেবো তোমার হাতে,
রেশম কালো লম্বা কেশ দেব বেণি গেঁথে।
প্রতিটি ক্ষণ থাকি সখি তোমার খুবই কাছে,
খুঁজতে যদি সখি আমায় পাইতে তোমার পাশে ।
সন্ধ্যাতারা হয়ে সখি দেখি তব মুখ
মলিন তোমার আঁখিপাতে পাহাড় সম দুঃখ।
কার বিরহে সখি তুমি ভাঁসো আঁখিজলে,
কোন সে জনার ছবি আঁকো আমায় তুমি ভুলে।
আমি সূর্যি হয়ে নিজে পুড়ে দেবো সুখের আলো,
চাঁদের মত নিশিত জেগে বাসবো তোমায় ভালো।


মম রিদয় নিংড়ানো সখি যত প্রেম আছে,
সবটুকু দিয়ে তোমায় যাবো ভালোবেসে।
ভুবন কাড়া হাসি তোমার রিদয়ে দেয় নাড়া,
মন বগিচায় ফোঠে না ফুল তোমার পরশ ছাড়া।
সখি তোমার সনে আকাশযানে ঘুরবো মহাকাশ,
তুমি চাইলে  ভিনগ্রহে করবো বসবাস।


তোমার দুঃখ সুখের হইবো ভাগি হইবো প্রেমের রাজনিতিবিদ,
তোমায় পাওয়ার খুশিতে সখি সকাল সাঁঝে গাইবো গীত।
রাণী করে রাখবো তোমায় আমার ভুবন রাজ্যে,
সাপের মাথার মনি এনে খোপায় দেবো গুজে।
সখি গড়তে পারি পদ্দাসেতু একটি রাতের মধ্যে,
ভাংতে পারি মেট্রোরেল সব সখি তোমার ইঙ্গিতে।
দেশের সব দলকে ভেংগে করতে পারি বেহাল দশা,
একটি মাত্র দল থাকিবে নামটি তার ভালোবাসা।
সখি তোমায় নিয়ে লিখতে পারি হাজার গল্প কবিতা,
লিখতে পারি হাজার কাব্য পাই যদি গো তোমার মনটা।।