এই যে জুঁই চামেলি চাপা,
ডালিয়া মালতি জবা,
        কেন উকি মেরে চাও,?
              পিছনে পড়িয়া থাকো আর
                         দোষ খুজে যাও ।


ভালো করিয়া দেখ তবে কর্ম
সমুখে আসিয়া বও,
                 নির্ভয়ে প্রাণ খুলে
                             ভুল গুলো কও।


যতই ভুল ধরিবে তুমি
ততই শিখিবো আমি
      শুধরাবো যতভুল আছে,
          বৈরীতা ভুলে গিয়ে মালিন্য
                     দূর করে রও মোর পাশে।


আমার কথা কাজে আচরণে
      যদি খুশি নাহি হও
                                  তবে চুপ রও,
জনে জনে  গিবত করিয়া
                                     কি.. পাও
     সত্য করিয়া কও?


জানি, অন্যের ভাল
        চোখে নাহি সয়,
           হিংসায় ফেটে পড়ো
                         বিদ্বেষ ছড়াও।।


যতদিন রহিবে হিংসা মনে তে
       পাবে না-কো শান্তি,
এসো হে তিশালি, বুকে বুক মিলাও
    ভালোবাসা তেই বড় তৃপ্তি।