কে দেয় কার দণ্ড,
কে লিখে মোর মৃত্যু?


আমার প্রাণটা যদি স্তব্ধ হয়,
তোমার কলমের সাথে।
তোমার প্রাণটা নিয়ে খেলিবে হলি প্রভু দিনে-রাতে।


মৃত্যুর বদলে মৃত্যু যদি, মৃত্যু যদি হয় শেষ।
তবে হাজার টা প্রাণ কেরে নিয়ে সাহেবের, কেন এখনো আছে তার রেশ?


জীবনের তরে এসেছে রাষ্ট্র,
রাষ্ট্রের তরে নয় জীবন।
প্রাণ ভিক্ষা দেওয়ার, কোন সে রাষ্ট্র?
লিখিয়াছো জীবন-মরণ!


জীবনের স্বাদ গ্রহণ করা,
মানুষের জন্মগত অধিকার।  
রাষ্ট্রতন্ত্র কোষাগার থেকে,
মৃত্যুদণ্ড নিপাত হয়ে যাক।


কোন নরপশুর হাতে যদি,
বদ হয়ে যায় মোর দেহ।
নিকৃষ্ট ঐ সোঁতায় যেন,
ঝুলে না তার কেহ।


#চলবে!
Coming soon