মহান  রাব্বুল  আলামিন  আল্লাহ্
মহা পবিত্র সর্বদা যেন  ওই-সত্তা,
দু যো গে র  কাঠি  ঐ    শয়তান
জিন আযাযিল চির অভিশপ্ত  নাম।


তাহার তরে  আজ মিলায়ে  প্রাণ
বিশ্ব  মানবতার  যত   অ-কল্যাণ,
মানব হয়েছি মোরা  আজি  দানব
জেনে বুঝেও  মো রা করি  তাণ্ডব।


মনে তো  র য় না  আল্লাহর  ভয়
ঈমান‌ আমল কি'যে প্রাণেতে  নয়,
মানুষ মোরা  আজ  মনুষ্যত্ব  হীন
প্রবঞ্চনায় নাড়ে  ঐ  শয়তান জিন।


পড়ে না মনে যে'ঐ  আখেরি  দিন
কেমনে সুধিব  তবে  খোদাই  ঋণ,
অন্তরে  এঁ টে ছে  শয়তানে  তালা
বুঝিতেছি মোরা ঐ মন্দে-ই  ভালা।


ভীষণ যত্রণা  আসিবে  যে'ঐ ক্ষণে
ভাসিয়ে যাও দিল যদি ভবো বানে,
দিনের আ লো ফুরালে  হবে  এশা
তবু যদি নাহি হয় মনে  ওই  দিসা।


ঘুমেতে  ম রি য়া  যদি নাহি বাঁচো
জাগরনে মন তবে  আল্লাহতে  যাচ,
রাব্বুল আলামিন  ম হা ন  মহীয়ান
দানিতে পারে  ক্ষমা  শুধুই  রহমান।
              ******