গীতি কবিতঃ
আরবের _ঐ মরু সাহারায়
নুর নবীজির পদ _ চারণায়,
অনুরাগে ___ ব্যাকুল হয়ে
উঠল ফুটে রহমতের _ ফুল।


রহমত স্বরূপ _খোদা তারে
ভবের তরে __প্রেরণ করে,
__ওই রহমেই আজ অবধি
বেঁচে আছি___সম্মান ভরে।


__ নবী নামের দরুদ পড়ে
মিলাও  ঈমান  অন্তরে জুড়ে,
___ সৃষ্টিকর্তা নিজেও যেন
ওই _নামের-ই তাজবি পড়ে।


__অবোধ বোকা না মানিলে
যেন তবে __আল কুরআনে,
___ স্রষ্টা সৃষ্টির পূর্ণ দলিল
প্রেরণ __করে নবীর উপরে।


__ সে দলিল নয় যেন তেন
শেষ আসমানী কিতাব জেনো,
নবী ও হয় আখেরি ___নবী
___মুহাম্মদ মোস্তফা জেনো।
            ******