শিশু-তে  যে   কত  শত  ভয়
কৈশোরে  সে'ই  দুর্বার  দুর্জয়,
যৌবন পেলে  ঐ  মনে  প্রানে
মন  মাতে  সদা''ঐ  গুন-গুনে।


এইতো এসেছে  স ম য়  গুনে
ধরিতে তাহাতে  এ বা র  ঘুনে,
চলবে যে সদা-ই  বাঁকা চরণে
দোলবে   শত   ছলনার  বানে।


মন  যে  ত খ ন  ঐ  সে  ধনে
থাকবে যেন সদা-ই আন-চানে,
বুঝিবেনা  তা___ অর্ধ  জ্ঞানে
বাধেনা যে তাই  কিছুই সম্মানে।


এ  সময়   পেরিয়ে  যে   যাবে 
অতিব-ঐ   অল্প-ই  সম্ ক্ষণে,
মধ্য বয়স  যেন  সে মহা-ভারি
আসিতেছে তেড়ে তোমার বাড়ি।


ছাড়বে না সহজে  ঐ'সে  বেড়ি
সবেনা ঐ যাতনা  বিষের  বড়ি,
কৈশোর  যৌবন দিয়েছো পাড়ি
করিয়া   কত  শত   তড়ি-ঘড়ি।


পেকেছে দেখ  ঐযে  চুল-দাড়ি
আপদ যে এখন ছাড়বেনা বাড়ি,
খেয়েছ যে তুমি ঐ  বৃদ্ধের বড়ি
নিজে-ই তা হা তে  হবে বেঘরি।
              ******