ভা লো বা সা র  হাতে খড়ি
মাগো তোমার  চ র ণ  ধরি,
শত  জ ন ম   চলছে  ব য়ে
মিলছে না তো তোমার জুড়ি।


ওই  উ দ রে  না দিলে  ঠাঁই
এই ভ বে তে  হয়  না পাড়ি, 
শত জ্বালা   জ্ব লা ন   জলে
আনলে মোদের  ভবো পড়ে।


সহজ  স র ল   শত   মা য়া
দিলে  মো দে র  জনম ভরে,
বুঝেও মোরা  বু ঝ তে  নারি
তোমার  দানের   ধৈর্য  ভারি।


দেশ-বিদেশে   য ত ই  পাড়ি 
থাকি  তোমার  হৃ দ য়  জুড়ি,
অবুঝ  স ন্তা ন  ভবে   মোরা
মা যে কি ধন   বু ঝ তে নারি।


ভাষা বেভুল  ভা লো বা সা য়
সিক্ত  করলে  জী ব ন  দশায়. 
চাইগো খো দা  তোমার  তরে
রেখো  মা-কে  জ ন ম   ভরে।


নয়তো মোরা দুঃখে-র  ঘোরে
জম-যাতনায়   ভ বে র  তড়ে,
দুঃখে  পুড়া   শোক  অ ন্ত রে
করবে   দো য়া   কে  আমারে।
           ******