বরকত রফিক জব্বার সালাম
  তোমরা-ই তো ভাষা দামাল।। 

  মায়ের ভাষায় দানিলে প্রাণ
তোমাদের প্রতি সহস্র সালাম।। 

    তোমাদের ঐ মহান দানে
      বাংলা ভাষা রইল প্রাণে।।

   ‌ লড়াই করে ছিনিয়ে আনা
    স্বাধীনতার ঐ হীরক দানা।।

     বাঙালির ঐ বাঙালিয়ানা
      পাঞ্জাবি লুঙ্গি ধুতি খানা।।

নিয়ে তোমার ঐ সকল বেস
নামলে পথে দেখি শত রেষ।।


স্যুট কোটের ঢাকনা পড়ায়
  ভূত না পেঁচা চেনা না যায়।।

    বাংলা মায়ের পিঠে পুলি
বার্গার স্যান্ডূইউচে গিয়াছি ভুলি।।

সকালের মক্তব কোরআন শিক্ষা 
কেজি নামের স্কুলে দিচ্ছে ধিক্ষা।।

  সমজ ছাড়ছে ধর্মের এলেন
সর্বদাই দেখি অধিকারে জালেম।। 

                  ''মুহাম্মদ আবু ইউসুফ সাগর''