জাগো  হে  জ ন তা  কেন  এই  মৌনতা
দেখছো কি তবে সবে সমাজ নষ্টের বেস,
সবে  মোরা  ভাই ভাই  কেন  হবে  শেষ
কোথা _তবে  স্বাধীনতা বীরঙ্গনা আবেশ?


এক্ষুনি  বুঝতে হবে কি'যে মোদের  ভুল
গজিয়েছে পাতিনেতা সমাজ নষ্টের মূল,
ভুলে ভালে তালে তালে রাজনীতি সারা
ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ বাঁধিয়ে দেয় ওরা।


করছিনা কেউ অন্যায়ের __প্রতিবাদ
কুরে কুরে খাচ্ছে  তাই এ ই স্বাধীন জাত,
স্বাধীনতার পরাধীন শিকল পরায় যে পায়
জ্বলিয়া উঠুক প্রতিবাদের আগুন ঐ গায়।


গণতন্ত্র! কাকে বলে! বু ঝ তে  নারি ভাই
বুলেট বোমায় দেখায় ওরা ভয়ভীতি তাই,
তাতে নয় ডরভয় করতে হবে _রণ জয়
শক্তিতে লড়তে হবে রতিহত করতে হবে।


সামলাতে হবে নিজ _ছেলেপুলে ভাই
তাহলেই অসৎ শক্তির আর বল নাই,
অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে হে __ নওজোয়ান
রণ-ক্ষেত্র করিতে রাঙা _চল_চল_চল।
             ******