চোরের ঘরে করিস ___চুরি
_____ফকিরের ঘরে ভিক্ষা,
এই কি তোদের__গুরুজনের
_______আদি অন্ত শিক্ষা?


__&মিথ্যা বলে ঢাকলি সত্য
কুমন্ত্রণায়_____রইলি মত্ত.
____জনে জনে জানে তথ্য
ইহা-ই জানিস ___মহাসত্য।


___নোংরা মনে হয়না ব্যথা
বুঝলি শুধুই ___আদিখ্যেতা,
পরের  ঘাড়ে  রেখে  জোয়াল
_ পার করিবি আর কত কাল?


হিসাব নিকাশ জমার__খাতা
___ আছে যত গোপন কথা,
মুনকার নাকির দুই ফেরেশতা
___ রাখছে জানিস যথাযথ।


শুনবে না তো মুখের __কথা
____সাক্ষী দিবে অঙ্গ তথা,
সঙ্গে যাবে হাতের __কামাই
_মিলবে নাতো তখন জামাই!


কথায় কথায় তুলিস __ফনা
__শুনলি না তো কোন মানা,
বসবে যখন ওই__আদালত
_‌আসবে জানিস তখন বিপদ।


__চলছে খেলা চোর পুলিশ
মাথায় চেপে নরম__বালিশ,
অন্তর জুড়ে হয়___কুমন্ত্রণা
___  আত্ম শুদ্ধি কিসে মনা?


করলি নষ্ট সব___নেয়ামত
__আমানতের ওই খেয়ানত,
খেলবে যখন ওই__মহাজন
__রইবে কোথা তখন স্বজন?
             ******