চোর শোনে না  ধ র্মে র  বাণী
হাদিস কালাম কোরআন খানি,
কথায়____বলে সবই জানি
___ ধর্ম-কর্ম _বেজায় মানি।


_ চোরের  মায়ের  করে সলা
কুমন্ত্রণার___চক্রে___চলা,
__ মুখে মুখে  আল্লাহ্ আল্লাহ্
ঈমান আমল___সাবিলিল্লাহ।


চোরের  মায়ে  জ্বালায়  আগুন
তাইতে  চুরে  পুড়ায়__বেগুন,
___ অন্ত্র __তন্ত্র  পুড়ে কলা
কয়লা  ধূলেও  যায়  না ময়লা।


ময়লায় ঢাকা পোড়া ___অন্ত্র
_____ তাইতে ভরা ষড়যন্ত্র,
সব_কিছুতেই __বেজায় দ্বন্দ্ব
কুহকিনী __ চালায় ___মন্ত্র।


চোরে-চোরে  মিলায় __হালি
___ উপদেশ কে ভাবে গালি,
সমাজ__জুড়ে____দুরবস্থা
___ ভালো মানুষ ভাবে সস্তা।


কে আছিস__ভাই আয়না ছুটে
__ দেনা পাওনার হিসাব টুটে,
ভাঙতে ___হবে চোরের খনি
আয় তুলে সব____জয়ধ্বনি।
           ******