বি লা সি তা  যত  শত  অন্নে  বস্ত্রে
নিয়ম-নীতি  নে ই  নিরীক্ষণী  শাস্ত্রে,
অখাদ্য দিয়ে করে খাদ্যে  ভে জা ল
সেই অন্নে-ই সবার  স্বাস্থ্য  বে হা ল।


মুখে মুখে শুনি শত নিয়ম নীতি গান
পোশাকেই মিলছে  বেহায়ার  প্রমাণ,
চিকিৎসার  নামে  চলে  হীন  ব্যবসা
ব্যাথি কে ব্যথা  দেওয়া  ঐ  তামাশা।


মানুষের বেসে সমাজ  সেবায়  আষি
জাতের  নামে  করে   শ ত  বজ্জাতী,
হিংস্র   প শু র   ন্যায়  করে  বিচরণ
শত-কৌশলে  করে  য ত   নিপীড়ন।


সুশীল সমাজ  নামের কুহকিনী জনে
কল-কৌশলে  মেতে   জাতি  নিধনে,
নিপিড়ন   নি ধ নে র  ঐ  সর  সাথী
রাজনীতির হোতা___ঐ বুনো হাতি।


নিধন  করে   বনে  ধনের-ই  পাহাড়
জাগো হে জনতা রোখ____আধার,
যেন কবি__নাই, যবে  ঐ' রবি নাই
জাতির নিধন রোধে ঐ বীরাঙ্গনা নাই?
                ******