গীতি কবিতা

দুঃখ দিলি কষ্ট দিলি দিলি রে তুই যন্ত্রণা
তোর পিরিতে সর্বস্বান্ত আমি ভালা না,
কাঁচা বাঁশে আগুন যেমন ধীরে ধীরে জ্বলে
জ্বালাইলি তুই আমারে তেমনি পলে পলে।

তোর পিরিতে ঐ ছলনা বুইঝাছিলাম আমি চাইনি কভু হারাতে ঐ আমার সোনামণি,
ঐ'সোনারে কাইরা নিলি মরণ তবু হলনা
দুঃখ দিলি কষ্ট দিলি দিলি রে তুই যন্ত্রনা।

পিরিত ভালা গলার মালা বলে সর্ব জনে
তোর পিরিতে কত জ্বালা রইয়াছে যে মনে,
ওই জ্বালা যে ভীষণ জ্বালা  কইতে পারি না
দুঃখ দিলি কষ্ট দিলি দিলিরে তুই যন্ত্রনা।

বুঝিনি কি তন্ত্র মন্ত্র ছিল ঐ তোর পেটে
জানতনা তুই কুহকিনী এখন সবই রটে,
সব হারাইয়া নিঃস্ব হব আগে জানতাম না জীবন নষ্ট করলি তুইলা পিরিতের ফোণা।

কূপিরিতে নষ্ট আমি নষ্ট ঐযে' সোনামণি
মনের দোষে বুঝলিনা যে গুনেমানে ধনী,
ধন সম্পদে হয় না ধনী মনে কালি লইয়া
ইমান নষ্ট করলি পরের তরী খানি বাইয়া।

বাইতে ভালো পরের তরী ঐ জুয়ানি কালে মাঝি মাল্লায় বায় যে তখন রঙ্গরসে তালে,
রং ফুড়াইলে ঢং করিতে সুজন মিলে না
চোখের রঙ্গ তখন যে আর ভালো লাগেনা।

দুঃখ দিলি কষ্ট দিলি দিলি রে তুই যন্ত্রণা
তোর পিরিতে সর্বস্বান্ত  আমি ভালা না,
কাঁচা বাঁশে আগুন যেমন ধীরে ধীরে জ্বলে
জ্বালাইলি তুই আমারে তেমনি পলে পলে।
                      ******