মন _আনন্দে বাইছো নাও
___ ভাটিয়ালি সুরে গাও,
চল_কানাই কোন সে গাঁও
গায় লাগায়ে শীতল _বাও।


এদিক _ওদিক ফিরে চাও
ঢেউয়ে ঢেউয়ে দোলা খাও,
ঐ প্রকৃতি ___ভরায় প্রাণ
____ মন তবুও আনচান।


মিষ্টি __সুরের জাগে তান
আনচানে মন  পায় না প্রাণ,
মুখ __রাঙ্গালো মিষ্টি পান
গানে উঠে মনে____বান।


বাড়ে__য খ ন নদীর জল
জা গা য়__মনে কৌতুহল,
সরল ___মনা রমণী দল
জলের ছলে হয়___চঞ্চল।


ঘাটে  বসে  চি ক ন  কালা
বংশী __হাতে  কদম তলা,
বাজায় বাঁশি  সু রে র হেলা
বাড়ে __নারীর মনে জ্বালা।


সেই  জ্বা লা তে জ্বেলে প্রাণ
কমল___মনে হানলে বাণ,
বাঁশির সুরে দিশে___হারা
জুড়ায়না __মন বংশী ছারা।
          ******