__ যোগিনী যার স্বভাব, যোগীর নাই অভাব
পোড়ামনে ছাড়িল না__ভালোয় মন্দ স্বভাব,
ভালোয়_ভালোয় খুঁজি আমি আলোর দিশারী
_____ আঁধারে ঢাকিলি মোরে কৃষ্ণকুমারী।


দেহ কালা _মন কালা _অন্তর কালা _তোর
কৃষ্ণ কালায় জ্বালায় জ্বালায়  রইলি  নিরন্তর,
____সর্বনাশী কুমন্ত্রণায় ভাঙলি সুখের ঘর
পেলিনা ঐ_আলোর দিশা ঘোরের _জাদুকর।


গোপনে তুই _গাঁথিস _মালা_কৃষ্ণকালা'রে
জেনে বুঝে বুকের রত্ন পাগলেও _না ছাড়ে,
তাও জানে না আপনা পরে কিইরাছি গোপন
সর্বস্বান্ত___করলি মোরে কেড়ে বুকের ধন।


নয়তো_সে'ঐ 'বুদ্ধিমতী' পেয়েছে তোর ধাস
দিনে দিনে___লাগবে যখন অলক্ষিনী আঁচ,
বুঝবে যবে আসল নকল কোনটি যে'ঐ হীরে
কুড়িয়ে নিবো তখন তারে অচেনা সেই ভিড়ে।


_ ঝিলের জলে ফোটায় পদ্ম ঐ'সে কারিগর
নির্দ্বিধায় বুক বেঁধেছি _সেই  তো আপন পর,
ভাঙ্গা ঘরে চাঁদের আলো পড়বে _ঝরে মুখে
কুড়িয়ে নিয়ে ঐ'সে 'রত্ন' কাঁদবো যে'ঐ সুখে।
                  ******