খুকু    ম ণি,   খুকু    ম ণি
পুব  গ গ নে্,  চাঁদ  উঠেছে,
চেয়ে   দে খো,  চারি-দিকে
মিষ্টি  আ লো য়,  ছড়া-ছড়ি।


ঐ  আলোতে, মন  মাতিয়ে
ঘু রে    ফিরে,   ফু ল  পরী,
চাঁদের  মাঝে, খেলে দেখো
সেই   যে,   গল্পের   বু ড়ি।


স্নিগ্ধ  সকাল, হবে  যে কাল
ওঠো  জেগে,  প্রথম  ভোরে,
শুনবে  কত, পাখির-ই  গান
ম ন  জুড়াবে, তোমার  তবে।


শি শি র  ভেজা, কচি  পাতে
রোদে ঝিলিক, খেলে  তাতে,
বুলালে  হাত,  তাহার  সাথে
প্র শা ন্ত   মন, পা বে  তাতে।


দুপুর গড়ে, অ ল স  বিকেল
ঝিলের জলে, সূর্যেরই  খেল,
দেখো_তোমার প্রাণ জুড়াবে
মুক্ত  ব্যস্ত  দিনের, সব খেল।


সন্ধ্যে  হবে,  নামবে  আধার
উঠবে জেগে, জোনাক এবার
সেই  পুলকে,  কেটে  আধার
উঠবে জেগে, চাঁদ যে আবার।
           ******


  
'' মিষ্টি প্রকৃতি কবিতাটি আমার একমাত্র মেয়ে  হৃদয়ের স্পন্দন "নাজিফা তাসনিম দীনা" তার উদ্দেশ্যে উৎসর্গ করলাম''